র্যাবের বিজ্ঞাপন, অপরাধীর বয়স, অপরাধ দমন না সংশোধন
প্রথম আলো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১
ফুটপাতে উপুড় হয়ে পড়ে থাকা এক তরুণ রক্তে ভেসে যাচ্ছেন। কাছেই র্যাবের গাড়ি দাঁড়ানো, পাশে অ্যাম্বুলেন্স। একসময় আহত তরুণের মায়ের ফোন বেজে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, তরুণের এই পরিণতির কারণ তাঁর কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া।
ভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘কিশোর অপরাধে জড়িয়ে আপনার সন্তানের পরিণতি যাতে এমন না হয়, সে জন্য সচেতন থাকতে হবে সবাইকে। কোনটা ভালো আর কোনটা খারাপ, সন্তানকে সেই শিক্ষা দিতে হবে পরিবার থেকেই। পাশাপাশি দায়িত্ব নিতে হবে সমাজকেও। কিশোর বয়সে সন্তান যেন আপনার লজ্জা না হয়ে গর্ব হয়। সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন।’ বিজ্ঞাপনের শেষ দৃশ্যে ইউনিফর্ম পরা র্যাব সদস্যদের সারিবদ্ধভাবে অস্ত্র নিয়ে এগিয়ে আসতে দেখা যায়। পেছনে মোটরসাইকেলে এগোতে দেখা যায় র্যাবের আরও একটি দলকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে