![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjapan-20210929151216.jpg)
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা?
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা। এই জয়ের মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। ইয়োশিহিদে সুগার উত্তরসূরি হতে যাচ্ছেন কিশিদা। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মধ্যেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়োশিহিদে সুগা।
ফুমিও কিশিদা জানিয়েছেন, এখন তার প্রথম লক্ষ্য হচ্ছে দেশটির সাধারণ নির্বাচনে এলডিপির নেতৃত্ব দেওয়া এবং জয়ী হওয়া। কয়েকদিনের মধ্যেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।