![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F29%2F13a632f6beeec48b940f124fbf03fb78-6153e3b5ae550.jpg%3Fjadewits_media_id%3D750734)
দিল্লিতে বেড়াতে গিয়ে আটক, ছয় মাস পর ফিরলো ৩ বন্ধু
অবৈধভাবে ভারতে প্রবেশ ও দিল্লিতে বেড়াতে গিয়ে আটক হওয়ার ছয় মাস পর দেশে ফিরেছে তিন বন্ধু। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরত আসে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা তিন বন্ধু যশোরের অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার(১৬), মৃত বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৮) ও সোনা মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২০)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক
- দেশে ফেরা
- অবৈধ অনুপ্রবেশ