এবার ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। তবে এবারের ক্ষেপণাস্ত্রটি আগের চেয়ে শক্তিশালী এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম।
নর্থ কোরিয়া নিজেই জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা চালানো ওই ক্ষেপণাস্ত্রের নাম ‘হাওয়াসং-৮, যা শব্দের চেয়েও দ্রুত গতির। এটি মূল তড়িৎ গতিতে ওপরে ওঠে এবং দ্রুত নেমে যায়।