কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাকসিন না নেওয়া স্বাস্থ্যকর্মীদের বরখাস্ত করছে নিউইয়র্ক

জাগো নিউজ ২৪ নিউ ইয়র্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫

যেসব স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নেননি তাদের বরখাস্ত করা শুরু করেছে নিউইয়র্কের হাসপাতালগুলো। ওই অঙ্গরাজ্যের স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল স্টাফদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ভ্যাকসিন নেননি তারা প্রশাসনের আদেশ অমান্য করেছেন এমন অভিযোগে তাদের চাকরিচ্যুত বা বরখাস্ত করা হচ্ছে। সোমবার থেকেই বিভিন্ন হাসপাতাল এমন পদক্ষেপ নেওয়া শুরু করেছে।


কিন্তু এভাবে মেডিকেল স্টাফদের ছাটাই করা শুরু হওয়ায় অনেক হাসপাতালে সংকট তৈরি হয়েছে। বেশ কিছু হাসপাতালে সার্জারি স্থগিত রাখতে হচ্ছে এবং বিভিন্ন সেবা ব্যহত হচ্ছে। এদিকে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিন গ্রহণের আদেশের কারণে তার শহরের হাসপাতালগুলোতে তেমন বড় কোনো প্রভাব পড়ছে না। তবে যেসব এলাকায় ভ্যাকসিনের হার কম সেসব এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও