You have reached your daily news limit

Please log in to continue


গার্দিওলার ‘নয়নমণি’ মেসি, ‘চোখের বালি’ মেসি

লিওনেল আন্দ্রেস মেসি। বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে নতুন নতুন রেকর্ড যেন ছিল তার নিত্যসঙ্গী। এখন পর্যন্ত স্প্যানিশ লিগ লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। ঝুলিতে আরও পুরেছেন বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও। 

বার্সেলোনার সিনিয়র দলে ‘লা পুলগার’ অভিষেক হয় ২০০৩ সালে। এরপরের গল্পটা সবারই জানা। দীর্ঘ ১৭ বছরে জিতেছেন ৩৫ টি শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগও। তবে পরিসংখ্যান বলছে সবচেয়ে ভাল সময়টা মেসি কাটিয়েছেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ম্যানেজারের দায়িত্ব পালন করা পেপ গার্দিওলার অধীনেই। লা ব্লাউগ্রানাদের তিনটি লা লিগা ও ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৪টি ট্রফি জিতিয়েছেন স্প্যানিশ এই কোচ। তার অধীনে ২১৯ খেলায় ২১১ গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা মেসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন