প্রথম নারী মেয়র পাচ্ছে বার্লিন
জার্মানির রাজধানী বার্লিনে প্রথমবারের মতো মেয়র হতে চলেছেন একজন নারী। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী। নাম ফ্রান্সিসকা গিফাই। জার্মানির নির্বাচনে এসপিডি-ই এখন সরকার গড়তে চলেছে। হার হয়েছে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ)।এসপিডি’র ৪৩ বছর বয়সী গিফাই এর আগে মের্কেলের জোট সরকারের অধীনে পরিবার বিষয়ক মন্ত্রী ছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মেয়র
- প্রথম নারী