![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/Jamalpur-DM-1902262316-2109271051.jpg)
মেলান্দহে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
জামালপুরের মেলান্দহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রকিবুল টিকাদার নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহত রাজমিস্ত্রী রকিবুল টিকাদার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের সোনাহার টিকাদারের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের গফুর শেখের ছেলে নুরু শেখ, লোকমানের ছেলে সুুরুজ মিয়া ও মুনছের আলীর ছেলে মিলন মিয়া। তারা সবাই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউপির তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।