ঈশ্বরদীতে দুই কোচ লাইনচ্যুত, নতুন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা টাইমস ঈশ্বরদী রেল স্টেশন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫

ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের দুটি কোচ। প্রধান লাইনে এ দুর্ঘটনার ফলে ঈশ্বরদীর সঙ্গে উত্তরাঞ্চলসহ সারা দেশের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ থাকলেও নতুন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


সূত্র জানায়, রবিবার দিনগত রাত ৩টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোশেড ইয়ার্ডে ইঞ্জিনের সঙ্গের দুটি কোচ লাইনচ্যুত হয়। এরপর সোমবার ভোর ৫টা ৫৫ মিনিটে ঈশ্বরদী-রূপপুর প্রকল্পের নতুন রেলপথ ব্যবহার করে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করে। ওই দুর্ঘটনাকবলিত দুটি কোচ রেললাইন থেকে সরিয়ে প্রধান রেললাইন সচল করা হচ্ছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও