![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F12%2F01dc1e1b1d67a1ba92ac9eebfc13b444-613d7cb607125.jpg%3Fjadewits_media_id%3D747399)
শিক্ষক-শিক্ষার্থীদের করোনা চিকিৎসার ব্যয় কার?
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা করোনাভাইরাসে সংক্রমিত হলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু আক্রান্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় মেটানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা নেই। ফলে কে তাদের ব্যয় মেটাবে তা নিয়ে প্রশ্ন শিক্ষক ও অভিভাবকদের।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘যাদের সামর্থ্য আছে তারা করোনা চিকিৎসা নিজেরাই করবেন। কারণ চিকিৎসা সরকারি হাসপাতালে ফ্রি। তারপরও যে অনুষঙ্গিক বাড়তি খরচ তাতে যাদের সামর্থ্য নেই তাদের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন সহযোগিতা নিয়ে করতে হবে।’