৪ কিলোমিটার পর্যটকে গিজগিজ, ব্যবহার হয় না বাকি অংশ
রোববার বিকেল চারটা। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। ৪০০ থেকে ৫০০ মিটার দীর্ঘ সৈকতের এ পয়েন্টে ‘গিজগিজ’ অবস্থা হাজারো পর্যটকে। টানা কয়েক দিনের ছুটির সময় হলে এ সংখ্যা বেড়ে যায় তিন গুণ।
পর্যটকদের কেউ উত্তাল সমুদ্রে নেমে গোসলে ব্যস্ত, কেউ কোমরপানিতে নেমে মুঠোফোনে ছবি তুলছেন, কেউ দ্রুতগতির জলযান জেট স্কি কিংবা স্পিডবোট নিয়ে দৌড়ঝাঁপ দেন গভীর জলরাশিতে। ঘোড়ার পিঠে চড়ে বালুচরের এপ্রান্ত–ওপ্রান্তে ঘুরে বেড়ানোর দৃশ্য নিত্যনৈমিত্তিক।