![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2021/09/27/image-231804.jpg)
২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে আজ
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে আজ সোমবার। রাত ১০টা ১৫ মিনিটে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে এই টিকা পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।