ফরিদপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহিলা রোড বাজার থেকে ফরিদপুর জেলার চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের মূলহোতা মো. শামীম মাতুব্বরকে (২১) গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে একে একে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। অভিযানের সময় উদ্ধার করা হয় চারটি চোরাই মোটরসাইকেল। শামীম ছাড়া গ্রেপ্তারকৃত অন্যরা হলেন হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খান ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে