সরকারি খাল ‘দখল করে’ পৌরমেয়রের ভবন
রাজশাহীর কাটাখালী পৌরসভায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে পৌরমেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। গত এপ্রিলে খাল দখল করে ভবন দুইটি নির্মাণ কাজ শুরু করেন তিনি। তবে নির্মাণাধীন দুই ভবনের কাজ শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বন্ধ রাখা হয়েছে বলে রবিবার (২৬ সেপ্টেম্বর) দাবি করেছেন তিনি।
কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী রবিবার সাংবাদিকদের বলেন, ভূমি অফিসের সঙ্গে তার কথা হয়েছে। ভবন নির্মাণের জন্য তিনি অনুমতির জন্য আবেদন করবেন। এ বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- খাল দখল
- ভবন নির্মাণ
- পৌর মেয়র