You have reached your daily news limit

Please log in to continue


ছোটবেলাতেই ১৪টা বদলিয়েছি, অন্যরকম ফ্লেভার ছিল: ফারিন

ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিন। একটি বেসরকারি টেলিভিশনের ‘অতঃপর আমি’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। আলাপকালে জানিয়েছেন নিজের অজানা বিভিন্ন তথ্য। ছোটবেলার স্মৃতিচারণও করেছেন তিনি।

তাসনিয়া ফারিন বলেন, কোভিডের প্রভাবে কাজে সব ধরনের পরিবর্তন এসেছে। সব ধরনের গল্প করা যাচ্ছে না, ইনডোর বেজড গল্প বেশি হচ্ছে। পাবলিক প্লেসে শুটিং করছি না। কম আর্টিস্ট নিয়ে কাজ হচ্ছে।

এ অভিনেত্রী বলেন, কোভিডের সময় প্রায় আট মাস কাজ করিনি। বাসায় বসে তখন উপলব্ধি হয়েছে। কোভিড আসার পর চিন্তা হলো- যদি আজকে আমি না থাকি মানুষ আমাকে কি দিয়ে মনে রাখবে। তারপর বুঝলাম, কাজের ক্ষেত্রে কোয়ান্টিটি না কোয়ালিটি বেশি মেটার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন