কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শনাক্ত ৪.৪১ শতাংশ, মৃত্যু আরও ২১

ডেইলি স্টার স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৯৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।


আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২৫ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও