ডেন্টাল ও বিডিএসে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ‘অ-আদিবাসী’ শিক্ষার্থী ভর্তি বন্ধের দাবি
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে (বিডিএস) ভর্তির জন্য নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 'অ-আদিবাসী' শিক্ষার্থীদের ভর্তি বন্ধের দাবি জানিয়েছেন দেশের ২১ নাগরিক।
আজ শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবারো অ-আদিবাসীরা নির্বাচিত হয়েছে জানিয়ে তারা কীভাবে স্থান পায়, তার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।