![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F25%2Fimage-12443-1632567869.jpg%3Fitok%3Dl646Dku3)
আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ যুব দল
সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ যুব দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের দল হেরেছে ৩ উইকেটে। আজ শনিবার চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য পায় আফগানিস্তান। এই রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে নেয় আফগান যুবারা। প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছিল বাংলাদেশ। আজ বাকি ছয় উইকেট হারিয়ে ৫৮ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন প্রান্তিক নওরোজ নাবিল।