![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F25%2Fgazipur-lion.jpg%3Fitok%3DUGJubn6Z)
বঙ্গবন্ধু সাফারি পার্কে হিট স্ট্রোকে সাদা সিংহের মৃত্যু
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি সাদা সিংহ মারা গেছে। গতকাল শুক্রবার বিকেলে পার্কের আফ্রিকান কোর সাফারি অংশে সিংহের বেষ্টনীতে একটি সাদা সিংহকে মৃত অবস্থায় পাওয়া যায়। হিট স্ট্রোকে সাদা এ সিংহটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১১টি সিংহ ছিল। এর মধ্যে চারটি পুরুষ সাতটি মাদী। গতকাল দর্শনার্থীদের জন্য বেষ্টনীতে পাঁচটি সিংহ ছাড়া হয়েছিল। বিকেলে খাবার দেওয়ার সময় সিংহের বেষ্টনীতে থাকা পাঁচটি সিংহের মধ্যে চারটি খাবার খেতে আসে।