বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২১
সারা বিশ্বে ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান এবং অগ্রগতিকে সমর্থন জানিয়ে ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেল্থ এর বেটার হেল্থ ইন বাংলাদেশও এই গুরুত্বপূর্ণ দিবসটি পালন করছে। এ বছরের ফার্মাসিস্ট দিবসের থিমটি চমত্কার- ‘Pharmacy : Always trusted for your health’। বাংলায় আমরা বলতে পারি, ‘ফার্মেসি :আপনার স্বাস্থ্যের প্রতি সর্বদা বিশ্বস্ত’। এখানে একজন রোগী বা গ্রাহকের বিশ্বস্ত বন্ধু হিসেবে ফার্মাসিস্ট পেশাকে অভিহিত করা হয়েছে। যে কোনো সম্পর্কের মূলে আছে বিশ্বাস। বিশ্বের বিভিন্ন গবেষণাপত্রে বহুবার উঠে এসেছে যে কার্যকরী স্বাস্থ্যসেবার জন্য একজন রোগী এবং সেবাদানকারীর পারস্পরিক বিশ্বাস এবং ভরসা অতীব গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- মতামত
- ফার্মেসি
- ফার্মাসিস্ট