লালগ্রহে ভূমিকম্প!
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল গ্রহ মঙ্গলের ভূমিকম্পের খবর টের পেয়েছে। মঙ্গলপৃষ্ঠের সেই কম্পন রীতিমতো দীর্ঘস্থায়ী। রিখটার স্কেলে ৪.২ মাত্রার সেই কম্পন চলেছে প্রায় আধঘণ্টা ধরে! এক মাসে তিনবার।
গত ফেব্রুয়ারিতে মঙ্গলের মাটিতে নেমেছে নাসার ‘পারসিভিয়ারেন্স’। এবার নাসার রোভার ‘ইনসাইট’ মঙ্গলের মাটিতে অভিযান চালিয়ে সন্ধান পেল ভূমিকম্পের। গত ১৮ সেপ্টেম্বর টের পাওয়া যায় প্রবল বেগে কাঁপছে মঙ্গলের মাটি। এই নিয়ে গত এক মাসে তিনবার বড়সড় কম্পনের সন্ধান মিলল মঙ্গলে। গত ২৫ আগস্টে দুইবার থরথর করে কেঁপে ওঠে লালগ্রহ। রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৪.২ ও ৪.১। কিন্তু এবারের কম্পন ছিল অনেক বেশি দীর্ঘস্থায়ী।ই কম্পন রীতিমতো দীর্ঘস্থায়ী। রিখটার স্কেলে ৪.২
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভূমিকম্প
- মঙ্গল গ্রহ
- নাসা