চুয়াডাঙ্গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ
চুয়াডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শহরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে খবর পেয়ে দুর্গা মন্দিরে যায় পুলিশ সদস্যরা। কি কারণে এমন ঘটনা তার কারণ খুঁজতে পুলিশি কাজ শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে প্রতিমা তৈরির কাজ চলছে চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার দুর্গা মন্দিরে। সকালের কাজ শেষ করে মন্দির থেকে চলে যায় প্রতিমা তৈরির কারিগররা। এরপর দুপুরে প্রতিমার বিভিন্ন অংশে ভাঙাচোরার দৃশ্য দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিমা ভাংচুর
- প্রতিমা ভাঙচুর