আনোয়ারায় আগুনে পুড়ল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়

কালের কণ্ঠ আনোয়ারা প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোররাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন দেখতে পান অনেকে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন, ২টি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি সোলার প্যানেল, ইন্টারনেট সার্ভার কক্ষের মিটার প্যানেল বোর্ড, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিগত বছরের বিভিন্ন রেজিস্টার ও প্রয়োজনীয় ডকুমেন্ট, ৬টি জন্ম-মৃত্যু নিবন্ধন বালাম বই, ইউপি সচিব ও উদ্যোক্তার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট, লাইট, নগদ অর্থ ও ফ্যানসহ নানা জরুরি যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও