![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/23/ctg-cng-auto-thief-230921-01.jpg/ALTERNATES/w640/ctg-cng-auto-thief-230921-01.jpg)
চট্টগ্রামে ‘দড়ি দিয়ে বেঁধে’ অটো রিকশা চুরি, গ্রেপ্তার ১
অটো রিকশার পেছনে দড়ি দিয়ে রাস্তার পাশ থেকে অন্য অটো রিকশা চুরির অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বৌ বাজার এলাকা থেকে বুধবার মো. নুরুন্নবী (৪৮) নামে এই অটো রিকশা চালককে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলের, নুরুন্নবীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী খুলশী থানা এলাকা থেকে ১০ দিন আগে চুরি করা একটি অটো রিকশাও উদ্ধার করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- অটোরিকশা ছিনতাই