জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন এরদোয়ান
দীর্ঘ ৭৪ বছর যাবত বিদ্যমান কাশ্মীর সংকট নিরসনের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। খবর দ্য ডনের।
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা আশা করি- জাতিসংঘের গৃহীত প্রস্তাবগুলোর ভেতর থেকে আলোচনার মাধ্যমে দুই পক্ষ (ভারত-পাকিস্তান) সমস্যাটির সমাধান করবে। আমরা ৭৪ বছর ধরে কাশ্মীরের চলমান সমস্যা সমাধানের পক্ষে, দুই পক্ষের সংলাপের মাধ্যমে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের কাঠামোর মধ্যে আমাদের অবস্থান বজায় রেখেছি।’