![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F23%2F118910-yasswgsqkt-1556934134.jpg%3Fitok%3DPDvwALzQ)
ফের আইপিএলে করোনার হানা
এনটিভি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫
নভেল করোনাভাইরাসের কারণেই এবারের আইপিএল এখনও শেষ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। করোনার বাধায় ঘরের মাঠে মাঝপথে থমকে যায় আইপিএল। লম্বা বিরতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের বাকি অংশ। সেখানেও রক্ষা নেই। ফের আইপিএলে করোনা হানা দিয়েছে। আরব আমিরাতের পর্ব শুরুর চতুর্থ দিনেই ধরা পড়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নাটরাজন। আরটি-পিসিআর টেস্টে নাটরাজনের পজিটিভ ফল আসার কথা গতকাল বুধবার বিবৃতিতে নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।