জুমের ‘ভাল ফলনে’ পাহাড়ে কৃষকের খুশি
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর জুম ধানের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে পাহাড়ি কৃষকের।
সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান; মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে চারদিকে। জুমধান কাটার ধুম পড়েছে সবখানে।
সম্পূর্ণ প্রকৃতির আবহাওয়ায় নির্ভর সনাতন পদ্ধতির এ চাষাবাদে এ বছর আবহাওয়া অনূকুলে থাকায় ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
সমতলের ধান চাষের থেকে জুমক্ষেতে চাষ পদ্ধতি আলাদা। পাহাড়ের চূড়া ও পাদদেশে জুম পদ্ধতিতে চাষের জন্য জঙ্গল কেটে আগুন পোড়ানো হয়।