মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে স্বস্তির দেখা নেই। প্রথম ম্যাচের মতো গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচেও ধরাশায়ী হলেন সাবিনা-কৃষ্ণারা। এবং সেটা বড় ব্যবধানে।
দেশের মেয়েরা ইরানের কাছে উড়ে গেল ৫-০ গোলে। জর্ডানের কাছেও একই ব্যবধানে হার মেনেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে তিন দলের গ্রুপে টানা দুই হারে আসর থেকে খালি হাতেই বিদায় নিল বাংলাদেশ।