![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjoypurhat-court-pic-20210922170102.jpg)
জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে আনোয়ার হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে তিনলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাবজ্জীবন কারাদণ্ড
- শিশু অপহরণ