ত্রিশালে প্রাইভেটকার চাপায় ভ্যানচালকসহ নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে বৈলর-কালীবাজার সড়কের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাঠাল ইউনিয়নের বনগ্রামের মৃত বক্স শেখের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আতিকুল ইসলাম (৫০) এবং একই ইউনিয়নের সিংরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে অটোভ্যান চালক সৈয়দ আলী (৪৮)।