প্রশান্তির খোঁজে মিলছে ভোগান্তি

ঢাকা পোষ্ট তাহিরপুর প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০

পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন সুনামগঞ্জের তাহিরপুরের বড়গোপ টিলা। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের জাদুকাটা নদী। টিলার ওপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ-পাহাড়। প্রকৃতির এমন সৌন্দর্যের মেলবন্ধন দেখতে বড়গোপ টিলায় ছুটে আসেন পর্যটকরা। তবে সৌন্দর্যের এ লীলাভূমি দেখে চোখ জুড়ানোর পরিবর্তে শঙ্কা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। 


খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর তাহিরপুরে এসে বড়গোপ টিলাকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা দেন। ২০১৩ সালে পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে বারেক টিলায় ২০ একর জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ২০১৬ সালের ২০ জুন মন্ত্রণালয় জেলা প্রশাসনকে চিঠি দিয়ে বড়গোপ টিলার ৫০ শতক জমিতে ‘আমব্রেলা প্রকল্প’ স্থাপনের কথা বলেছে। কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। টিলায় মোট ৩১২ একর জমি আছে। এখানে দীর্ঘ দিন ধরে কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার বাস করে আসছে। টিলায় একটি প্রাথমিক বিদ্যালয়, বন্যা আশ্রয় কেন্দ্র ও উপাসনালয় (গির্জা) রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও