কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অস্ট্রেলিয়াতে
বিষাক্ত বন্যপ্রাণী আর দাবানল অস্ট্রেলিয়ার মানুষের কাছে সুপরিচিত হলেও ভূমিকম্পের সঙ্গে তারা খুব একটা অভ্যস্ত নন। আর সে কারণেই স্থানীয় সময় বুধবার সকালে ভিক্টোরিয়াতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর লাখো অস্ট্রেলিয়ান আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল শহর মেলবোর্ন থেকে ১৩০ মাইল দূরের একটি শহর। ভূমিকম্পে মেলবোর্নের ভবনগুলো কেঁপে ওঠে। অন্তত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি। আর এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। সিডনি এবং ক্যানবেরাতেও কম্পন অনুভূত হয়েছে।