ভারতের নিজস্ব চাহিদা পূরণ হলেই টিকা রফতানি করা হবে :শ্রিংলা
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পরই কেবল প্রতিবেশী দেশে করোনার টিকা রফতানি শুরু করবে ভারত। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রিংলা এ কথা বলেন। তিনি বলেন, এপ্রিলের পর থেকে ভারত উত্পাদন দ্বিগুণ করেছে। নিজস্ব প্রয়োজন মিটিয়ে রফতানি করা যাবে।
যদিও এক দিন আগে সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুক মানদাভিয়া বলেছিলেন, ছয় মাস বন্ধ রাখার পর আগামী অক্টোবর থেকে আবার টিকা রফতানি শুরু করবে ভারত।