শেষ ২৪ ঘণ্টায় বেশির ভাগ মৃত্যুই যুক্তরাষ্ট্রে
করোনা সংক্রমণে এখনো বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটি দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকছে প্রায় প্রতিদিনই। শেষ ২৪ ঘণ্টায় করোনায় বেশির ভাগ মৃত্যুই হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ৫৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৭ জনের। আগেরদিন এই সংখ্যা ছিলো ৯১ হাজার ৯৯৪ জন (আক্রান্ত) এবং ৮৩৮ জন (মৃত্যু)।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন এবং ৬ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ২৮ লাখ ৩০ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৫৭ জন, মারা গেছে ৮ হাজার ২০৫ জনের। বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৩ লাখ ৬ হাজার ৮৬১ জন। মোট মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২২ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৭০ লাখ ২৬ হাজার ২৭২ জন।