চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৮

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৮৪ জনে। এছাড়া একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৪৩৬ জনে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৭৪ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ২৮ জন ও উপজেলার ২০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও