সিনেমায় ভয়ংকর রিনা খান, বাস্তবে আদর্শ মা
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:২১
                        
                    
                খল অভিনেত্রী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে যে কজন পরিচিতি পেয়েছেন তা আঙুল গুণে একনিমিষেই বলে দেয়া যায়। তবে তাদের মধ্যে জনপ্রিয়তা আর খ্যাতির দিক থেকে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন রিনা খান। চার দশকের ক্যারিয়ারে এই অভিনেত্রীকে পাওয়া গেছে নানামাত্রিক কূট চরিত্রে।
- ট্যাগ:
 - বিনোদন
 - জন্মদিন
 - ঢালিউড তারকা
 - খলনায়িকা
 - রিনা খান