১০ বছরে সমুদ্রে গোসলে নেমে ৫২ জনের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুইদিনে ৩ পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে নড়েচড়ে বসছে সংশ্লিষ্ট প্রশাসন। ট্যুরিস্ট পুলিশ, নিরাপত্তাকর্মী ও লাইফগার্ড কর্মীদের কর্ম তৎপরতা আরো বেগবান করা হয়েছে।
পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। এমনকি স্থানীয় অবিভাবকরা সমুদ্র সৈকতে যাতায়াতে সতর্কতা অবলম্বনে পরামর্শ দিচ্ছেন।
প্রতিদিন পর্যটকরা আনন্দে আত্মহারা হয়ে সমুদ্র সৈকতে বিধিনিষেধ উপেক্ষা করে সাগরে নেমে পড়ায় বারবার হতাহতের ঘটনা ঘটছে। সৈকতের নিরাপত্তাকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের বিধিনিষেধ উপেক্ষা করে সাগরে পর্যটকদের একটি অংশ বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে হাঁটুজল থেকে গভীর সাগরে হারিয়ে যাচ্ছে।