![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbogura-20210920150034.jpg)
বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার
বগুড়ার আদমদীঘিতে অর্থ সঙ্কট আর স্ত্রীর সঙ্গে কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন গোলাম মোস্তফা (৪২) নামের এক ব্যক্তি। রোববার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।