৫ হাজার চুরির সাথে জড়িত এই ‘সিলেটি সাঈদ’
মো. সাহেদ ওরফে সিলেটি সাঈদের রয়েছে অসংখ্য বাড়ি, গাড়ি। রয়েছে শত শত ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান। মৌলভীবাজারে রয়েছে তার বিশাল অট্টালিকা। এর সবই তিনি গড়েছেন গার্মেন্টস পণ্য চুরির অর্থে। তিনি গার্মেন্টস পণ্য চোর চক্রের মূলহোতা। তার পরিকল্পনায় ও যোগসাজশে নিজস্ব যানবাহনে চার থেকে পাঁচ হাজার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে ২৪টি মামলাও হয়েছে।
চোরাই গার্মেন্টস পণ্য বিক্রি করে স্ত্রী সন্তানদের লন্ডনে প্রতিষ্ঠিত করেছেন। এ গার্মেন্টস পণ্য চোরাই চক্রের হোতা সম্প্রতি আট মাস কারাভোগ শেষে বেরিয়েই আবার যুক্ত হন চোরাই কারবারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চুরি
- মালামাল চুরি
- চোর চক্র