কমে যাচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা জাতি ডাচদের উচ্চতা
গড় উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের দেশ নেদারল্যান্ডস। কিন্ত সেই ডাচদেরই উচ্চতা কমে যাছে। ডাচ গবেষকরাই জানিছেন এ তথ্য।যদিও গত ১০০ বছর ধরে উচ্চতা বৃদ্ধির হিসাবে এখনও বিশ্বের সবচেয়ে লম্বা জাতি ডাচরাই। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, তাদের বর্তমান প্রজন্ম আগের প্রজন্ম থেকে বেঁটে হয়ে যাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, ১৯৮০ সালে জন্ম নেওয়া পুরুষদের চেয়ে ২০০১ সালে জন্ম নেওয়া পুরুষরা উচ্চতায় ১ সেন্টিমিটার (.৩৯ ইঞ্চি) খাটো। আর নারীদের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি, ১ দশমিক ৪ সেন্টিমিটার (.৫৫) ইঞ্চি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গবেষণা
- উচু
- উচ্চতা
- জমি