নরসিংদীতে ইউএনওর ফোন ক্লোন করে চাঁদা দাবি

ঢাকা টাইমস নরসিংদী সদর প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে প্রতারক চক্র। রবিবার এর সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ জানান। ইউএনও মো. মেহেদী মোর্শেদ জানান, তার সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র রবিবার দিনভর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করেছে।


বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করে সতর্ক করে দেন তিনি। এছাড়া মুঠোফোন নাম্বার ক্লোন হওয়ার বিষয়টি সবাইকে জানান দিতে সদর উপজেলার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাসও দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও