![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Ffeature%2Fimages%2Fcoronavirus_11.jpg%3Fitok%3DaLZ985ED%26timestamp%3D1627454871)
শনাক্তের হার নামল ৬ এর নিচে, মৃত্যু ৪৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ২২৫ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৩৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে