বার্সেলোনায় ‘হাঁটুর সমস্যা’ প্রকট
একের পর এক ইনজুরিতে জর্জরিত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বর্তমানে দলটির অন্তত ৭ জন খেলোয়াড় বিভিন্ন ইনজুরিতে রয়েছেন মাঠের বাইরে। তবে গত ৪ বছরে বার্সার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দেখা গিয়েছে হাঁটুর ইনজুরি।
যা অন্তত ১৮০৬ দিন মাঠের বাইরে রেখেছে ১৬ জন খেলোয়াড়কে। তারকা ডিফেন্ডার স্যামুয়েল আমতিতি, তরুণ ফরোয়ার্ড আনসু ফারি কিংবা পরীক্ষিত তারকা ফিলিপে কৌতিনহোর মতো খেলোয়াড়দেরও ভুগতে হয়েছে হাঁটুর ইনজুরিতে। যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাদের।