মানুষ কেন প্রেমে পড়ে?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮
প্রেম এমন এক অদ্ভুত অনুভূতি যা একজন মানুষ যেকোনো বয়সে অনুভব করতে পারে। প্রেমের কারণে মানুষ অনেক কঠিন কাজও সহজেই করে ফেলে। প্রেম মানুষকে গড়ে, আবার ভাঙেও। প্রেমের উন্মাদনায় প্রেমিক অসাধ্যকেও সাধ্য করে। আবার মৃত্যুর মতো কঠিন বিষয়কেও হার মানায় অনেক সময়। শুধু প্রেমের জন্যে ঘটেছে কত রক্তপাত-যুদ্ধ। ধ্বংস হয়েছে নগরী।
তাই মানুষ কেন প্রেমে পড়ে, এই প্রশ্ন উঁকি দিতে পারে অনেকের মনে? নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ থেকে আসে আসক্তি। আসক্তি থেকে আসে পূর্বরাগ। আর পূর্বরাগ হলো প্রেমের প্রস্তুতি। প্রেম হলো কামনা। একে অপরের প্রতি জেগে ওঠা দুর্নিবার বাসনাকে ভালোবাসা বলে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
- ট্যাগ:
- লাইফ
- প্রেম
- প্রেম-ভালোবাসা