ভিনগ্রহে এলিয়েন খুঁজতে নয়া উদ্যোগ
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪
ভিনগ্রহে প্রাণী আছে কি নেই তা নিয়ে মানুষের আগ্রহ আজন্মকাল! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিনগ্রহে প্রাণ না থাকলেই সেটা হবে সবচেয়ে বেশি বিস্ময়কর ঘটনা। বরং ভিনগ্রহে বা আমাদের সৌরমণ্ডলেরই কোনও না কোনও গ্রহে প্রাণের উদ্ভব আর তার বিকাশই খুব স্বাভাবিক ঘটনা। শুধুই উদ্ভব আর বিকাশ নয়, সেই প্রাণ এখনও টিকে থাকতেই পারে কোনও না কোনও গ্রহে। ব্রহ্মাণ্ডের কোনও না কোনও মুলুকে।