![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F17%2Fday-121120-01.jpg%3Fitok%3DXE_lwVbb)
জেমি ডে’কে অব্যাহতি, দায়িত্বে অস্কার ব্রুজোন
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে আলোচনাই সত্যিতে রূপ নিল। ইংলিশ কোচ জেমি ডে’ কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুক্রবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। জেমি ডে’র বদলে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনকে।