টয়লেটে বসে মোবাইল ব্যবহার, ডেকে আনছেন যে মহাবিপদ!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৪
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। সেই সাথে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। অনেকে অস্বীকার করলেও এটাই বাস্তব যে অনেকেই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করেন। এক গবেষণায়ও দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন। আর ৮ শতাংশ বলেছেন, তারা সর্বদাই ব্যবহার করেন।
তবে চিকিৎসকরা বলছেন, কেউ যদি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে তবে তা ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে। কারণ এই কারণে তার পাইলসে আক্রান্ত হওয়ার শঙ্কা অনেকাংশেই বেড়ে যায়।