কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিধান না মানলেই বিরোধ

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪২

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের মধ্যে যে বিরোধ ধূমায়িত হয়ে উঠতে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা-সংক্রান্ত বিধান প্রতিপালনে হাইকোর্টের মঙ্গলবারের আদেশের সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেখার অবকাশ দৃশ্যত নেই। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়ার মধ্যেই সরকার ব্যবস্থার দুই অংশের মধ্যে বিরোধের অনেক উত্তর নিহিত রয়েছে।


এটাও মনে রাখতে হবে, ইউনিয়ন পরিষদের কথা বাদ দিলে উপজেলা পরিষদই স্থানীর সরকার ব্যবস্থার বৃহত্তম অংশ। এ ছাড়া ইউনিয়ন পরিষদ সচিবরা চেয়ারম্যানের অধীন কর্মচারী মাত্র। অপরদিকে উপজেলা পরিষদে চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বিরোধের মূল কারণ হচ্ছে 'মুখ্য নির্বাহী' হিসেবে দায়িত্ব পালন নিয়ে। বস্তুত উপজেলা পরিষদের ক্ষমতা-সংক্রান্ত বিধান স্পষ্ট হলে পৌর ও জেলা পরিষদেও জনপ্রতিনিধি ও জনপ্রশাসকদের মধ্যে এখতিয়ারগত বিরোধের আশঙ্কা বহুলাংশে কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও