![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Sep/1631839489_raj2.jpg)
Covid: কোভিডের ধাক্কায় ৯২ শতাংশ শিশু ভুলেছে ভাষার প্রাথমিক পাঠ, ৮২ শতাংশ ভুলেছে অঙ্ক!
‘শিক্ষা আলোচনা’-র সমীক্ষার সঙ্গে যুক্ত এক প্রাথমিক শিক্ষক জানান, ক্লাসঘরে পঠনপাঠনের পরিবর্তে অনলাইন ব্যবস্থায় সরে যাওয়ার ফলে বহু ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।