![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/16/chittagong-zoo-tiger-cub-160921-01.jpg/ALTERNATES/w640/chittagong-zoo-tiger-cub-160921-01.jpg)
মেয়ে হয়েছে বাঘিনী শুভ্রার
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাংলাদেশের প্রথম সাদা বাঘ ‘শুভ্রা’ একটি শাবকের জন্ম দিয়েছে।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২৬ অগাস্ট সাদা বাঘটি বাচ্চা প্রসব করে। এ শাবকটিও বাঘিনী।
এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা হল ১০টি। যার মধ্যে দুটি বাঘ, আর অন্যগুলো বাঘিনী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাঘের বাচ্চা
- বাঘ